WordPress.com

ওয়ার্ডপ্রেস ডট কম আপনার ইন্টারনেট এ যাত্রা সহজ কোরে দিয়েছে । আমারা ক্যান ইন্টারনেটে যাই , সাধারনত শিখতে বা তথ্য নিতে । ওয়ার্ডপ্রেস এর আগে ইন্টারনেটে তথ্য দ্ওেয়া এত সহজ ছিল না । এর জন্য HTML জানতে হত , HTML জানা সহজ কিন্তু লেখা বিরক্তিকর , ওয়ার্ডপ্রেস বিষয়টাকে সহজ করে দিল আমরা যেরকম টাইপ করি ওয়ার্ডপ্রেস এও সেরকম লিখতে শুরু করলাম ।

ইন্টারনেটে লেখা মানেই টাকা আসলেই বিষয়টা তাই । আগে লেখা ছাপাতে গেলে পত্রিকা অফিসে ছুটতে হতো আমার মানে আছে একবার রসালোতো আমার একটা কমেন্ট পাবলিস হয়েছিল নাম সহ , তাতে আমার সেকি আনন্দ , আমার বয়স তখন সম্ভবত ১২ কিম্বা ১৩ । আমিতো সিদ্ধান্তই নিয়ে নিলাম আমি লিখে রোজগার করবো । আমি নিজে দুটো ম্যাগাজিনের সহ সম্পাদনা করেছি লেখা ছাপানোর লোভে একটাতেও পাড়িনি অন্যদের ছোট মানুষিকতার কারনে ।

কিন্তু এখন আমি প্রায় রোজ লিখি এবং বিষয়টা সম্ভব হোয়েছে ওয়ার্ডপ্রেস এর কারনে । এবং লিখে টাকা নয় ডলার রোজগার করি । শুধু কি তাই , আমি ওয়ার্ডপ্রেস এর মধ্যে লিখি কথা বলি, ভিডিও বানাই , আমার পন্য বিক্রি করি ।

এর সব গুলোকাজেই আপনি ওয়ার্ডপ্রেস ডট কমে করতে পাড়বেন এবং আরম্ব করতে পাড়বেন ফি । এই কোর্সে আমি সেটাই দেখিয়েছি ।

Course Information

Categories: ,

Course Instructor

Sushen Biswas Sushen Biswas Author

ওয়ার্ডপ্রেসে হাতেক্ষরি

৳ 1.00

আমি সময় দেব , লেখার রিয়েল প্রজেক্টে নেব, অন্যদের সাথে কাজের সুযোগ করে দেব ।

বিনামূল্যে নিজে শিখুন

FREE

একা একা দেখতে পাড়বেন, এক্সসার সাইজ গুলো কমপ্লিট করলে সনদ পাবেন ।

সুচনা

একাউন্ট 

ফিচার

এরপড়

Leave a Reply